ভোলায় সিত্রাংয়ের আঘাতে নিহত ৩
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
ভোলার পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- চরফ্যাশনের হাজীগঞ্জের মনির হোসেন (৩৫), দৌলখানের বিবি খাদিজা (৬৫) ও ভোলা সদরের মজুবুল হক (৫৬)।
বাড়িতে থাকা অবস্থায় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন সকালে লাশ উদ্ধার করেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলায়। মৎস্য ও কৃষিখাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসাব চলছে বলে জানা গেছে।
গতকাল রাতে জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়লেও সকাল থেকে বেশকিছু জায়গায় তা পুনরুদ্ধার হয়েছে। তবে এখনও অনেক এলাকা নেটওয়ার্ক কভারেজের বাইরে।
বিভাগের প্রায় সব এলাকায় বৈদ্যুতিক লাইনে ওপর গাছ পড়ে শতাধিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ সরিয়ে লাইনগুলো পুনরুদ্ধারের কাজ করছে বিদ্যুৎ বিভাগ।
তবে, সমস্ত বৈদ্যুতিক লাইন পুনরুদ্ধারের জন্য আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।