বরিশালে বিএনপির সমাবেশের আগে দুদিনের ধর্মঘটে বাস মালিকরা
মহাসড়কে স্থানীয় যাত্রীবাহী যানবাহন ও অন্যান্য থ্রিহুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বরিশাল বিভাগীয় বাস মালিকরা।
৩ নভেম্বরের মধ্যে মহাসড়ক থেকে থ্রি-হুইলার, নসিমন-করিমন ও অন্যান্য অবৈধ যানবাহন সরানোর আল্টিমেটাম দিয়ে আজ বুধবার এই ধর্মঘটের ডাক দেয় তারা।
আগামী ৫ নভেম্বর বরিশালে চতুর্থ বিভাগীয় সমাবেশ সামনে রেখে এল পরিবহন ধর্মঘটের এই ঘোষণা।
এর আগে ময়মনসিংহ ও খুলনায় বিএনপির মহাসমাবেশের আগে একই ধরনের পরিবহন ধর্মঘট ডাকা হয়।
সমাবেশে বাধা দিতে সরকার বাস মালিকদের ধর্মঘটে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এর আগে পরিবহন ধর্মঘটের কারণে ময়মনসিংহ ও খুলনা শহরের প্রধান রুটগুলো বন্ধ হয়ে যায় এবং বিএনপি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু জানান, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধের দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৩ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল বিভাগের ছয় জেলার বাস চলাচল বন্ধ থাকবে।
তবে বিএনপির বিভাগীয় সমাবেশের সঙ্গে পরিবহন ধর্মঘটের যোগসূত্র থাকার কথা অস্বীকার করেন তিনি।