জালিয়াতির অভিযোগে ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেপ্তার
জালিয়াতির মাধ্যমে জমি দখল মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, মঙ্গলবার রাতে (১ নভেম্বর) গুলশান-২ এলাকায় এরতেজা হাসানের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।
আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে চলতি বছরের ১ জানুয়ারি খিলক্ষেত থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- আবু ইউসুফ আবদুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।
জানা গেছে, আশিয়ানের সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ রয়েছে। সে বিরোধ থেকেই মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, এরতেজা ও তার সহযোগীরা আশিয়ান গ্রুপের কাছ থেকে ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কিনে নিয়ে প্রতারণা করেছে। জমির পুরো মূল্য পরিশোধ না করে জালিয়াতির মাধ্যমে জমির রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।