খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে আইনানুগভাবে দেখা হবে: সিইসি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নেন, তাহলে তার অংশ নেওয়ার বিষয়ে আইনানুগ দিক খতিয়ে দেখা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌরসভা ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি খালেদা জিয়ার ভোটে অংশ নেওয়ার বিষয়ে আইনমন্ত্রী ও তার আইনজীবিদের বক্তব্য গণমাধ্যমে এসেছে।
খালেদা জিয়ার আইনজীবীরা গণমাধাধ্যমে বলছেন, আগামী নির্বাচনে অংশ নেবেন বেগম জিয়া। একইসঙ্গে রাজনৈতিক মামলার ফায়সালা রাজপথেই হবে।
এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার নির্বাচনের যাওয়ার কোন সুযোগ আছে কি না, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, "এই বিষয়ে আমরা কিছুই জানিনা। এটা নিয়ে মন্তব্য করতে চাই না। যে-ই নির্বাচনে দাঁড়ান, আমরা তার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো।"
"আমাদের আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে করতে হবে। সব কিছু আইন অনুযায়ী হবে।"
উপজেলা ইউপি ভোট প্রসঙ্গে সিইসি বলেন, "সহিংসতা, উচ্ছৃঙ্খলতা বা ভোটচুরি বা কারচুপি এ ধরনের কোনো দৃশ্য আমরা দেখিনি। এ ধরনের কোনো অভিযোগও পাইনি।"
"প্রচুর লোক সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এটা একটা সংস্কৃতি যে ভোটাররা সংযমের সাথে, ধৈর্যের সাথে অনেক সময় দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন," যোগ করেন তিনি।
গাইবান্ধার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, "গাইবান্ধার প্রতিবেদন দু'দিন হলো পেয়েছি। ওটা নিয়ে আমরা বসতে পারিনি। কাজেই কিছুই এখনো বলতে পারবো না।"