আগামী জুনে বিআরটির পুরোটাই যানবাহনের জন্য উন্মুক্ত: ওবায়দুল কাদের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/11/07/quader_3.jpg)
বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দ্রুতগামী বাসের জন্য পৃথক লেন নির্মাণে এক দশকের বেশি সময় ধরে চলমান ঢাকা বিআরটি প্রকল্পের আওতায় নির্মাণ করা হাউজ বিল্ডিং- টঙ্গী অংশের উড়াল সেতুর দুইটি লেন যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে টঙ্গী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উড়াল সড়কের ঢাকামুখী দুইটি লেন খুলে দেয়ায় ময়মনসিংহ ও গাজীপুর থেকে আসা যানবাহনের ভোগান্তি কিছুটা কমে আসবে।
এ সময় তিনি আরও বলেন, 'আগামী বছরের মে মাসে বা জুনের প্রথম সপ্তাহে ২০.৫ কিলোমিটার বিআরটির পুরোটাই যানবাহনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান হবে।'
ঠিকাদার প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে বিআরটি প্রকল্প এলাকায় মানুষের সীমাহীন ভোগান্তি হয়েছে মন্তব্য করে মন্ত্রী এর জন্য দুর্ভোগের শিকার সবার কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ভোগান্তির অবসানের জন্য আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান।
কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের একটি টিউবের কাজ শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, 'আরেকটি টিউবের কাজ শেষে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে প্রকল্পটি উদ্বোধন করা হবে। এর আগেই প্রথম টিউবের কাজ সমাপনী উদযাপনের অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'
এ সময় তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেলের একটি অংশ উদ্বোধন করা হবে। আগামী বছরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালের প্রথম সপ্তাহে সম্ভাব্য জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন প্রকল্প অনুমোদন সীমিত করা হবে বলেও তিনি জানান।
বিআরটি প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা প্রকল্পটির কাজ এমন একটি প্রতিষ্ঠানকে দিয়েছি, যারা শুরু থেকে প্রতিটি পর্যায়ে অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে। এর ফলে গাজীপুর এলাকার মানুষের সীমাহীন ভোগান্তি হয়েছে। এমনকি অনেকেই তাদের ফ্লাইট পর্যন্ত মিস করেছেন।'
এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, 'সরকারের বিপুল সংখ্যক প্রকল্প রয়েছে, এর মধ্যে একটিতে কিছু সমস্যা হতেই পারে।'