সয়াবিন তেলের দাম বাড়লো ১২ টাকা; চিনি ১৩
আবারো বাড়লো সয়াবিন তেল ও চিনির দাম। চিনির দাম কেজিতে ১৩ টাকা বাড়ানো হয়েছে; একইসাথে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ১২ টাকা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নতুন দাম নিশ্চিত করে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এক লিটার সয়াবিন তেলের দাম এখন থেকে পড়বে ১৯০ টাকা; প্যাকেটজাত চিনির দাম পড়বে ১০৮ টাকা।
অর্থাৎ, পাঁচ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৯৫০ টাকা। এর আগে ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমেছিল।
অন্যদিকে খোলা সয়াবিন তেল ও চিনির দাম যথাক্রমে ১৭২ ও ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে।
একইসাথে, পাম তেলের দাম লিটার প্রতি ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দর অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সয়াবিন তেলের দাম ১৫ টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।