সিলেটে বিএনপির সমাবেশ: ট্রলার-নৌকাযোগে সুনামগঞ্জ থেকে আসছেন নেতাকর্মীরা
শনিবার (১৯ নভেম্বর) সিলেটে গণসমাবেশে যোগ দিতে সুনামগঞ্জ থেকে ট্রলার ও নৌকায় করে সিলেটে আসছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার হঠাৎ করে ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এর পরিপ্রেক্ষিতে সড়কপথ ছাড়াও নৌপথেও সিলেটে আসছেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির নেতারা জানান, সুনামগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন জানান, "সমাবেশে বাধা দিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন।"
ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার, নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন বলে জানান তিনি।
শহরের বৈঠাখালী এবং সাহেব বাড়ি ঘাটে গিয়ে দেখা যায়, নেতাকর্মীরা ধানের শীষ হাতে নিয়ে ইঞ্জিনচালিত ও স্টিলবডির নৌকা দিয়ে সিলেটে যাচ্ছেন। এসব নেতাকর্মী আজ সিলেটে পৌঁছাবেন বলে জানান জেলা বিএনপির নেতা রাকাব উদ্দিন।
তিনি বলেন, "দুর্গম তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর উপজেলার বিএনপির নেতাকর্মীরা নৌকাযোগে সিলেটের সমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রা শুরু করেছেন। আজকেই গিয়ে তারা সিলেটে পৌঁছাবেন।"
সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, "সিলেটের সমাবেশ সফল করতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। ধর্মঘট আর পুলিশের ভয় দেখিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করা যাবে না। যে কোনোভাবে আমরা সিলেটে গিয়ে পৌঁছাব।"
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, অন্যান্য বিভাগীয় সমাবেশের ক্ষেত্রে যেভাবে বাস ধর্মঘট দিয়ে সমাবেশে বাধা দেওয়া হয়েছে, তাদেরকেও বাধা দিতে ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি বলেন, "আজ সাত থেকে আট হাজার মোটরসাইকেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে যাত্রা শুরু করবো। যদি রাস্তায় পুলিশ বাধা দেয়, তাহলে আমরা সেটা প্রতিহত করে সমাবেশে যোগ দেব।"