সিলেটে বিএনপির সমাবেশ: মঞ্চে খালেদা জিয়ার প্রতীকী চেয়ার
আগের ছয়টি বিভাগীয় গণসমাবেশের মতো সিলেটে বিএনপির গণসমাবেশের মঞ্চেও দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য আলাদা চেয়ার রাখা হয়েছে।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেলেও রাজনীতি থেকে দূরে রয়েছেন। তবে না থেকেও বিভিন্ন সব কার্যক্রমে থাকছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শনিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য।
এই চেয়ােরের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দের চেয়ার রাখা হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, দুপুরের পর সমাবেশের কার্যক্রম শুরু হবে। তখন খালেদার জিয়ার চেয়ারটি ফাঁকা থাকবে। দলীয় চেয়ারপার্সনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই চেয়ার রাখা হয়েছে বলে জানান তিনি।
সমাবেশে মোট ৫৬ জন বক্তা বক্তব্য রাখবেন বলে জানান তিনি।
মঞ্চে টানানো ব্যানারে রয়েছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি।
বেলা ১১ টায় রিপোর্ট লেখার সময় বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন।
বিএনপির সমাবেশের দিন সকাল থেকে পুরো নগরে মোবাইল ইন্টারেনেটের ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন কয়েকজন গ্রাহক।