সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু
সিলেট জেলা ওলামা দলের সভাপতি নুরুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে বিএনপির সমাবেশ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় শুরু হয়েছে এ সমাবেশে।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ।
সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে চলমান এ সমাবেশে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন।
মিছিলকারীদের হাতে রং বেরঙয়ের প্ল্যাকার্ড, কারো হাতে বিএনপির প্রতীক ধানের শীষ। স্থানীয় কোন নেতার ছবি সম্বলিত টি শার্ট পরে এসেছেন অনেকে, মাথায় রঙিন ক্যাপও রয়েছে অনেক মিছিলকারীর। আর সবার মুখেই জ্বালাময়ী শ্লোগান।
তাছাড়া, মাঠে আগতদের অনেকে গতরাতেই এসেছেন। যারা ছড়িয়ে ছিটিয়ে অন্য জায়গায় ছিলেন তারাও সকাল থেকেই আসতে শুরু করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, "দুপুরে জোহরের নামাজের পর থেকে সভার মূল কার্যক্রম শুরু হবে। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরু হবে তখন। এর আগে স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।"
এদিকে সমাবেশে বিশৃঙ্খলতা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ শুক্রবার বলেন, "সমাবেশকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। নগরে ১৯টি চেক পোস্ট বসানো হয়েছে।"
সাদা পোশাকে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালনের পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজেস্ট্রেটের নেতৃত্বে ৪টি মোবাইল টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।