লেখক আলী ইমাম আর নেই
প্রখ্যাত লেখক, শিশুসাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবি ইমরান পরশ গণমাধ্যমকে জানান, আজ সোমবার (২১ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
শ্বাসযন্ত্রের নানান সমস্যা ও নিওমোনিয়ায় বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আলী ইমাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম তার। লিখেছেন ৬শ'র বেশি বই। শিশু-কিশোরদের জন্যই ছিল বেশিরভাগ লেখালেখি।
২০০৪-০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক ছিলেন। এরপর কর্মজীবনের শেষদিকে কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন।
শিশুসাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার পেয়েছেন আলী ইমাম। এরমধ্যে ২০০১ সালে একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১২ সালের শিশু একাডেমি সাহিত্য পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য।