এখন থেকে জরুরি পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়াতে পারবে সরকার
নতুন একটি অধ্যাদেশের আওতায় এখন থেকে বিশেষ পরিস্থিতি বিবেচনায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে পারবে সরকার।
এ বিষয়টি অন্তর্ভুক্ত করে- তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা বিইআরসির পাশাপাশি সরকারের হাতে রাখার বিধান রেখে 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ- ২০২২' এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তেল ও জ্বালানি বিষয়ক এ আইনের অনুমোদন দেয়া হয়। এদিন বিকেলে সচিবালযয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বেসরকারি খাত জ্বালানি তেল আমদানি করে দেশে বিক্রি করতে পারবে কিনা এ বিষয়েও আলোচনা হয়েছে মন্ত্রিসভায়।