বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা
বিবিসিকর্তৃক প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি শিক্ষার্থী সানজিদা ইসলাম ছোঁয়া। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে।
রাজনীতি ও শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, অধিপরামর্শ ও সক্রিয়তা এবং স্বাস্থ্য ও বিজ্ঞান- এই ৪ ক্যাটেগরিতে ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এরমধ্যে ময়মনসিংহের সানজিদা ইসলাম ছোঁয়া স্থান পেয়েছেন অধিপরামর্শ ও সক্রিয়তা বিভাগে। বিবিসির ওয়েবসাইটে নির্বাচিত ১০০ নারীর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে বাল্যবিবাহ ঠেকাতে কাজ করছেন সানজিদা, তার শিক্ষক এবং সহপাঠীরা।
২০১৪ সালে সানজিদা ও তার সহপাঠীরা মিলা ঘাসফড়িং নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমেই বাল্যবিবাহ ঠেকাতে কাজ করছেন তারা। কোথাও বাল্যবিবাহের খবর পেলেই তারা সে তথ্য পুলিশকে জানান।
জানা গেছে, এ পর্যন্ত তারা একসঙ্গে বা আলাদাভাবে ৫০টিরও বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছেন।
বিবিসির ওয়েবসাইটে বলা হয়েছে, ১০০ জন প্রভাবশালী নারীর ১০ম তালিকা এটি। গত এক দশকে বিশ্বব্যাপী নারীদের কতটা অগ্রগতি হয়েছে, সেটি খতিয়ে দেখেছে ব্রিটিশ এই গণমাধ্যম। এরমধ্যে বিশ্ব নারী নেতৃত্বের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে হ্যাশট্যাগ 'মি টু' আন্দোলন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেলেও বিশ্বের অনেক কোণেই এখনও পর্যন্ত নারীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি বলে মনে করছে বিবিসি।
তালিকায় ২০২২ সালে বিশ্বজুড়ে নানান দ্বন্দ্ব-সংঘাত ও অন্দোলনেও নারীদের ভূমিকা বিবেচনা করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে স্বাস্থ্যসেবা দেওয়ায় ইউক্রেনীয় নারী এবং ইরানের তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেওয়া নারীও এই তালিকায় স্থান করে নিয়েছেন।