গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
শনিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির কাছে এবং সামনে পাহারা দিতে দেখা গেছে আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্যদেরকে।
সায়েদাবাদের গোলাপবাগ খেলার মাঠে বিএনপির দশম বিভাগীয় সমাবেশ চলাকালীন সময়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও নিরাপত্তা জোরদারের সঠিক কারণ জানায়নি কর্তৃপক্ষ।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, "আমাদের নিরাপত্তা প্রচেষ্টা বাড়ানোর অংশ হিসেবে রাজধানীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
"এটা পুরো শহরে করা হয়েছে। গুলশান বা অন্য কোনো এলাকায় নির্দিষ্ট বা বিশেষভাবে কিছু করা হয়নি," বলেন তিনি।
এর আগে ৪ ডিসেম্বর খালেদার গুলশানের বাসার সামনে চেকপোস্ট বসায় পুলিশ।
পুলিশের দাবি, চেকপোস্টগুলো রাজধানীর মাদক ব্যবসায়ী, জঙ্গি এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য একটি বিশেষ অভিযানের অংশ ছিল।