বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্র উন্নয়নে ৩৮ মিলিয়ন ডলার দেবে ওপেক
বাংলাদেশে বেসরকারি খাতের একটি বিদ্যুৎকেন্দ্র উন্নয়নে ৩৮ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ওপেক ফান্ডের ওয়েবসাইটে বলা হয়, "বেসরকারি খাতে ৩৮ মিলিয়নের এই ঋণ ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা, এক হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।"
২০২২ সালের শেষ প্রান্তিকে নতুন ১৫টি প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি অনুমোদন দিয়েছে ওপেক ফান্ডের পরিচালনা পর্ষদ। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রে এই ঋণ দেওয়া হচ্ছে।
ওপেক ফান্ডের মহাপরিচালক আব্দুলহামিদ আলখালিফা বলেন, "চ্যালেঞ্জিং এই বছরে, ওপেক ফান্ড উল্লেখযোগ্যভাবে এর সমর্থন বৃদ্ধি এবং প্রভাবকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে৷ নতুন এই অনুমোদনগুলো আমাদের কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে খাদ্য ও শক্তি সংকট এবং জলবায়ু নিরাপত্তার মতো জরুরি বৈশ্বিক সমস্যাগুলো মোকাবেলায় প্রয়োজনীয় অর্থায়নে সহায়তা করবে।"
"একই সঙ্গে আমরা বিশ্বব্যাপী মানুষের জীবিকা ও কল্যাণ নিশ্চিতে টেকসই উন্নয়নের দ্রুত বাস্তবায়ন সমর্থন করি," যোগ করেন তিনি।
১৯৭৬ সালে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) সদস্যভুক্ত দেশগুলো নিয়ে গঠিত হয় ওপেক ফান্ড। খাদ্য, শক্তি, অবকাঠামো, কর্মসংস্থান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন প্রকল্প পরিচালনায় অর্থায়ন করে এই সংগঠন।
এ পর্যন্ত ১২৫টিরও বেশি দেশে উন্নয়ন প্রকল্পে ২২ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওপেক ফান্ড।