চট্টগ্রামে গরুর রশি নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে দুই ভাই নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, পশ্চিম খুরুশিয়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গরুর রশি ও মুগুর চুরি নিয়ে কথা কাটাকাটির জেরে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী বাবা-ছেলের ছুরিকাঘাতে খুন হন দুই ভাই।
নিহতরা হলেন, মো. জালাল (২২) ও মো. কামাল (১৮)। বিবাদে আরো ৪ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৬০) এবং তার ছেলে খুরশেদ (৩২)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গবাদিপশুর রশি ও খুঁটি গাড়ার মুগুর নিয়ে বিবাদ হয়। একপর্যায়ে ধারালো চুরির আঘাতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। এই ঘটনায় আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি। আলামত হিসেবে ছুরিটিও জব্দ করা হয়েছে।"
তিনি জানান, নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।