বড়দিন উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ১৬ ফুট উচ্চতার কেক
খ্রিষ্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের তারকা হোটেলগুলোও নানান আয়োজন করে থাকে। এবার তাতে নতুন মাত্রা এনেছে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। প্রায় ১৬ ফুট উচ্চতার এবং ১ হাজার ৮০০ পাউন্ড ওজনের কেক বানিয়েছে তারা বড়দিনের বিশেষ আকর্ষণ হিসেবে। বিশালাকায় কেকটিতে মোট ১৩টি স্তর রয়েছে।
ইন্টারকন্টিনেন্টাল হোলেটের পেস্ট্রি ও বেকারি টিম ১৫ দিনে এটি তৈরি করেছে। সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে ছিলেন হোটেলের এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ আবু তালেব।
হোটেলের রিজার্ভেশনের জন্য প্রদত্ত ৫৫৬৬৩০৩০ নম্বরে ফোন করে জানা যায়, নানা রকম ফলমূল, ময়দা, মাখন ও কিছু মসলা ব্যবহার করে কেকটি প্লাম স্বাদে বানানো হয়। এর বাজারমূল্য ৪০ লাখ টাকার বেশি। গতকাল এটি কেটে অতিথিদের পরিবেশন করা হয়।
হোটেলে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে উইন্টার গার্ডেন এলাকায়। ২২ ফুট উঁচু এই ক্রিসমাস ট্রি বড়দিনের নানা রকম উপকরণ দিয়ে সাজানো হয়েছে।