মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফপাস নেই, মুক্তিযোদ্ধারা যাতায়াত করতে পারবেন বিনামূল্যে
মেট্রোরেলে যাত্রার সময় দেশের অন্যান্য গণপরিবহনের মতো হাফপাসের সুবিধা পাবেন না শিক্ষার্থীরা। অন্যদিকে, মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন এই বাহনে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এক সংবাদ সম্মেলনে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এমআরটি পাস (স্মার্ট কার্ড) বহনকারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।
মেট্রোরেলে ৯০ সেন্টিমিটার বা তার কম উচ্চতার শিশুরাও বিনামূল্যে যাতায়াত করতে পারবে।
তাছাড়া, মেট্রোরেলে পোষাপ্রাণী নিয়ে ওঠা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
মেট্রোরেলের ভাড়া প্রতি কিলোমিটার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ভাড়া হবে ৬০ টাকা।
আজকের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে করে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট। আর, সবগুলো স্টেশন খুলে দেওয়া হলে এ দূরত্ব পৌঁছাতে সময় লাগবে ১৭ মিনিট।
এর আগে সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রো স্টেশনে ধূমপান বা খাবার গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করাসহ জনসাধারণের জন্য বিধিনিষেধের একটি তালিকা জারি করে।
আগামীকাল (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।