বৈশ্বিক পরিস্থিতি কঠিন হলেও ৬৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা আশা করছি চলতি অর্থবছরে (২০২২-২৩) ৬৭ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হবে।
তিনি বলেন, 'গত অর্থবছরে রপ্তানি আয় ৬১ বিলিয়ন ডলার হয়েছে। এবার টার্গেট ৬৭ বিলিয়ন। আমাদের গ্রোথ (প্রবৃদ্ধি) ভালো, নভেম্বর পর্যন্ত আমাদের ১০ শতাংশ গ্রোথ আছে'।
শনিবার (৩১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেছেন টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী এসময় বলেন, 'আমাদের পরিসংখ্যান বলছে প্রতিবছর আমাদের রপ্তানি বাড়ছে। যদিও মাঝখানে করোনার জন্য অনেক সমস্যা হয়েছে। আমরা একবার ৫৮ বিলিয়ন ডলার টার্গেট করেছিলাম, সেটা ৬০ বিলিয়ন ক্রস করছে। এখন বৈশ্বিক ঝামেলা যাচ্ছে। ইউক্রেন- রাশিয়া যুদ্ধ চলছে। কোভিড বাড়ছে। সারা পৃথিবীতেই একটা অস্থির অবস্থা। তার মধ্যেও সুখের বিষয়– আমরা যেটা ভয় পাচ্ছিলাম আমাদের ওপর বড় ধরনের চাপ আসবে কিনা– সেটা কেটে গেছে। বড় ধরনের চাপে পড়ব না।'
টিপু মুনশি আরও জানান, আগামীকাল (১ জানুয়ারি) মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবছরের তুলনায় এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০৬টি স্টল বেশি। এবার মোট ৩৩১টি প্রতিষ্ঠানের স্টল থাকছে।