বিটিআরসিকে ২৩৫৫ কোটি টাকা পরিশোধ করতে হবে জিপি, রবি ও বাংলালিংকের: আপিল বিভাগ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) স্পেকট্রাম ফি ও লাইসেন্স ফি বাবদ ২ হাজার ৩৫৫ কোটি টাকা পরিশোধ করতে তিন টেলিকম অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ (এসসি)।
গ্রামীণফোনকে পরিশোধ করতে হবে ১ হাজার ১৬৫ কোটি টাকা। আর রবি ও বাংলালিংককে পরিশোধ করতে হবে যথাক্রমে ৬২৫ কোটি ও ৫৬৫ কোটি টাকা।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিটিআরসি এবং টেলিকম অপারেটর কোম্পানিগুলোর ফি আদায়ের জন্য করা পৃথক আপিলের শুনানি শেষে এ আদেশ দেন বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা- ই-রকিব।
ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, 'কবে নাগাদ ফি দিতে হবে, তা আমরা এখনও জানি না। আদেশের কপি পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আপাতত আমরা শুধু বলতে পারি, শীঘ্রই পরিশোধ করতে হবে।'
২০১২ সালে বিটিআরসি টুজি (2G) ফ্রিকোয়েন্সি বরাদ্দের বিপরীতে তিন বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছে ১৫ শতাংশ ভ্যাট চায়।
কিন্তু অপারেটরগুলো ভ্যাট অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়।
অপারেটররা বলে, তারা ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ১৫ শতাংশ ভ্যাট দিয়েছে, তাই টেলিকম নিয়ন্ত্রককে দিতে রাজি নয়।
এরপর থেকেই টেলিকম অপারেটর ও বিআরটিসির মধ্যে আইনি লড়াই চলছে।