রমজানের পণ্য আমদানির এলসি খুলতে সরকারি ব্যাংকগুলোকে গভর্নরের নির্দেশনা
রমজান মাসে পণ্য আমদানির এলসি খুলতে রাষ্ট্রায়ত্ব চারটি ব্যাংককে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এমডিদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন গভর্নর।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান; সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম; জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম আজাদ; অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবির এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাহাঙ্গীর অংশ নেন।
সভার একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংকটকালীন এ সময়ে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে সরকারি এলসি খোলা ও সেটেলমেন্টে ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন। রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়া রেমিট্যান্স ও এক্সপোর্ট প্রসিডের ডলারের একটা অংশ যেন ছোলা, ডাল, চিনি, পেয়াজ, ভোজ্যতেল ও খেজুরের মতো পণ্য আমদানিতে খরচ করা হয়, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে সে নির্দেশনাও দিয়েছেন গভর্নর।
রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর সার্বিক অবস্থাকে গভর্নর পজেটিভ বলেছেন উল্লেখ করে মো. আব্দুস সালাম আজাদ টিবিএসকে বলেন, "রেমিট্যান্স ও এক্সপোর্ট ইনকামসহ বৈদেশিক বাণিজ্যের সবকিছু সহনশীল পর্যায়ে চলে আসছে। আমাদের ব্যাংকগুলোতে রেমিট্যান্সের প্রবাহও সন্তোষজনক।"
"জানুয়ারির প্রথম সপ্তাহেই ১৩ মিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। সরকারি এলসি সেটেলমেন্টে আমরা রিজার্ভ থেকে ডলার সহায়তা পাচ্ছি। আমাদের নিজস্ব সংস্থান থেকে ডলার ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা যেন সেটিকে আরো বাড়াতে পারি, সে নির্দেশনাও পেয়েছি,"
"তিনি আমাদের বলেছেন, সামনের রমজানের সময়ে আমরা যেন জনগণের সঙ্গে থাকি, সাপোর্ট দিই। সরকারি ব্যাংকগুলোও রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলার জন্য প্রস্তুত, আমরা কিছুকিছু খুলছিও। এছাড়া আমরা বেসরকারি এলসিও খুলছি," যোগ করেন তিনি।