৬টি আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১৫ থেকে ২৫ শতাংশ: সিইসি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/02/01/66cce39898a94a6d51342c8a5938fc5a.jpg)
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ডিসেম্বরে বিএনপি নেতাদের পদত্যাগের পর শূন্য হওয়া ছয় আসনে উপনির্বাচনে গড় ভোটার উপস্থিতির হার ১৫ থেকে ২৫ শতাংশ হতে পারে।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের উপনির্বাচন সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, "উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। প্রায় ১৫ থেকে ২৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এটা আমাদের অনুমান, তবে চূড়ান্ত উপস্থিতি নয়। সেটি জানতে হলে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।"
ছয়টি আসনের ভোটে অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন সিইসি। তিনি বলেন, "ছয়টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।"
সিইসি বলেন, ছয়টি আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮৬৭টি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে এবং ছয়টি আসনে ভোটার সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার।
ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২; এ ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১,১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও চার প্লাটুন বিজিবি সদস্য, র্যাবের নয়টি দল, পুলিশের নয়টি মোবাইল টিম এবং চারটি স্ট্রাইকিং টিম তাদের দায়িত্ব পালন করছে।
উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর একটি জনসভায় বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে তাদের পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর পদত্যাগ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
বিএনপির অপর দুই সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অ্যাডভোকেট আবদুস সাত্তার এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন-অর-রশিদ পরে পদত্যাগ করেন।