খাবার সম্পর্কিত অভিযোগ-পরামর্শের জন্য চালু হলো টোলবিহীন হেল্পলাইন নম্বর
নিরাপদ খাদ্যের বিষয়ে কেউ অভিযোগ বা পরামর্শ দিতে চাইলে তাদের জন্য একটি টোলবিহীন হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।
১৬১৫৫ নম্বরে কল করে খাদ্য সম্পর্কিত বিষয়ে অভিযোগ বা পরামর্শ দিতে পারবেন যে কেউ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ হেল্পলাইন নম্বর চালু করেন।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে নম্বরটি।
মানুষ এই হেল্পলাইনের মাধ্যমে খাদ্য সংক্রান্ত যেকোন তথ্যও চাইতে পারবে।
খাদ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগ দেশে খাদ্যের মান নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।