আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবররীন জানিয়েছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বাংলাদেশ সফর করবেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) 'সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে' সেহেলী সাবররীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সফরকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এবং এফবিসিসিআই-এর নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া, একই দিনে ফরেন অফিস কনসাল্টেশন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ে দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে।
তিনি জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাসের উপ-মিশন প্রধান (ডিসিএম) বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
দ্রুততম সময়ের মধ্যে দূতাবাস খোলার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাস যৌথভাবে কাজ করছে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুয়েনস আয়ারস-এ মিশন খোলার সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেবে।
এর আগে গত ৩০ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দুই দিনের সরকারি সফরে ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।
তিনি বলেন, আমি সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া আমি তাকে বলেছি লিওনেল মেসিকে তার সঙ্গে আনতে।
এসময় মোমেন বলেন, আর্জেন্টিনা ঢাকায় তার মিশন বা কনস্যুলেট খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং বাংলাদেশ সরকারেরও আর্জেন্টিনায় একটি মিশন খোলার পরিকল্পনা রয়েছে।
এছাড়া বাংলাদেশ ইতোমধ্যে ব্রাজিলে একটি মিশন খুলেছে।
তিনি বলেন, আমরা আশা করি আমরা ভবিষ্যতে আর্জেন্টিনায় একটি বাংলাদেশ মিশন খুলব। বিদেশে যেকোনো মিশন খোলার আগে বাংলাদেশ তিনটি বিষয় বিবেচনা করে — সেখানে বাংলাদেশি সম্প্রদায়ের আকার, আয়োজক দেশের গুরুত্ব এবং বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ।
মোমেন বলেন, আর্জেন্টিনা বাংলাদেশের ভালো বন্ধু এবং সব সময় সমর্থন করে। আর্জেন্টিনার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক।