ঢাকার সিএমএম আদালতে আগুন
পুরান ঢাকার জনসন রোডে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সদরঘাট থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম নিশ্চিত করেছে এ তথ্য।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, সিএমএম ভবনের তৃতীয় তলায় ডিএমপির প্রসিকিউশন বিভাগে আগুন ছড়িয়ে পড়ে।
দু[পুর ১টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
এর আগে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকার শ্যামপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে আরেকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাকিজা টেক্সটাইলের চারতলা ভবনের নিচতলায় ফায়ার ফাইটিংয়ের ৫টি ইউনিট দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।