আদালতের আদেশে ইসির নিবন্ধন পাচ্ছে ‘তৃণমূল বিএনপি’
উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের পর বিএনপির সাবেক নেতা নাজমুল হুদার নেতৃত্বাধীন রাজনৈতিক দল 'তৃণমূল বিএনপি'কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হিসেবে পাচ্ছে দলটি সোনালী আঁশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে ইসি আলমগীর সাংবাদিকদের বলেন, 'আপিল বিভাগ থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে নিবন্ধন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য।'
যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেওয়া হবে বলে জানান ইসি আলমগীর। অন্য দলগুলোর বিষয়ে ইসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি।
আদালতের নির্দেশনা পর আর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই, বলেন তিনি। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছে। নিবন্ধিত দল হিসেবে গেজেট প্রকাশের পর প্রতীক ইসির তালিকাভুক্ত হবে।
অন্যান্য নতুন দল নিবন্ধনের বিষয়ে এ ইসি জানান, ৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। পাঁচটি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। দুইটি দল আবেদন প্রত্যাহার করেছে।
নতুন দল নিবন্ধনের জন্য গত ২৬ মে ইসি আবেদন আহ্বান করে। প্রথমে ২৯ আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও পরে আবেদনের সময় দুই মাস বাড়ায় কমিশন।
নিবন্ধনের শর্ত অনুযায়ী নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হলে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মহানগর থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকার শর্ত পূরণ করতে হবে।