বিতর্কের জেরে দুটি পাঠ্যবই প্রত্যাহার করল এনসিটিবি
লেখা হুবহু কপি করা নিয়ে সমালোচনার মুখে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দুটি পাঠ্যবই প্রত্যাহার করে নিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এনসিটিবি জানায়, 'অনুসন্ধানী পাঠ' নামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বই দুটি পাঠদান থেকে প্রত্যাহার করে নেওয়া হলো।
এ সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 'অনুশীলনী পাঠ' এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান 'অনুসন্ধানী পাঠ' বই দুটিরও কিছু অধ্যায় সংশোধন করা হবে। সংশোধনীগুলো শিগগির শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করা হবে।
এ বছর নতুন শিক্ষাক্রম চালুর পর এ দুই বইয়ের কিছু বিষয় একটি ওয়েবসাইট থেকে কপি করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করে।