এমবিবিএস পরীক্ষার আগে কমানো হবে ইন্টারনেট স্পিড, বন্ধ থাকবে কোচিং: স্বাস্থ্যমন্ত্রী
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার আগের দিন ইন্টারনেটের স্পিড কমিয়ে দেওয়া হবে এবং এর পাশাপাশি এই পরীক্ষা কেন্দ্রিক কোচিং সেন্টারগুলোও বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া, যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্র নিরাপত্ত বেস্টনির মধ্যে রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি ফটোকপির কোনো মেশিন যাতে চালু না থাকে সেদিকে লক্ষ্য রাখা হবে। যারা পরীক্ষা নেবেন এবং যারা প্রশ্ন তৈরি করবেন, খুবই গোপনীয়তার সঙ্গে তারা কাজ করবেন।"
"এর দায়িত্বে থাকবে বিশেষ টিম। যাতে কোনো গুজব না ছড়ায় বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো রকমের বিভ্রান্তিকর তথ্য না আসে; আর আসলেও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে," যোগ করেন মন্ত্রী।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১০ মার্চ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সম্মিলিতভাবে জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। ভর্তি প্রক্রিয়া ও আসন সংখ্যা আগের মতোই থাকবে।
৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯টি আসন রয়েছে।
এর আগে, গত বছরের ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় মোট ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী।