দেশে নতুন ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার: নির্বাচন কমিশন
সারাদেশে তালিকা হালনাগাদের পর নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। সে হিসাবে বর্তমানে দেশে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।
বৃহস্পতিবার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর আগে আজ সকালে ভোটার দিবস উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে র্যালি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।
ইসি জানিয়েছে, দেশে ভোটারের সংখ্যা বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরুর পর থেকে এ নিয়ে পাঁচবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।