চট্টগ্রামে জামায়াত-শিবির সন্দেহে ৩০ ব্যবসায়ী আটক
চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার একটি রেস্তোরাঁ থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) রাত ১১ টার দিকে ওই রেস্তোরাঁয় বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির।
তবে আটক ব্যবসায়ীদের স্বজনদের দাবি, আটককৃতরা সবাই নগরের ঐতিহ্যবাহী টেরিবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মূলত 'টি টুয়েন্টি প্লাস' নামে ব্যবসায়ীদের একটি নতুন সংগঠনের অভিষেক অনুষ্ঠান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ জাবেদ, সাবেক সহ-সভাপতি ফরিদুল আলম।
এছাড়াও, আরও যাদের নাম জানা গেছে তারা হলেন- টেরিবাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, নেজাম উদ্দিন, নুরুচ্ছফা, আলমগীর, ফারুক, জামাল, রিয়াজু, মিজান, হাজী মোহাম্মদ ইদ্রিস ও আমানুল্লাহ জাহাঙ্গীর।
গ্রেপ্তার ব্যবসায়ী আলমগীরের ছোট ভাই নাজিম উদ্দীন টিবিএসকে বলেন, "আটককৃতরা কেউ রাজনৈতিক দলের সদস্য নয়। মূলত টেরিবাজার ব্যবসায়ী সমিতির বর্তমান পর্ষদের সঙ্গে বিরোধের জেরে আমার ভাইসহ বাকিদের আটক করা হয়েছে। আটককৃতরা টি টুয়েন্টি প্লাস নামে নতুন একটি ব্যবসায়ী সংগঠন গঠন করেছিল।"
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।