লাইনে জমে থাকা গ্যাস থেকে সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/03/05/img-20230305-wa0003_1_0.jpg)
ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত এবং তিনজন নিহত হয়েছেন। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল এ তথ্য জানিয়েছে।
ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিস্ফোরণে আহত তিন ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুরসালিন টিবিএসকে এ তথ্য জানান।
বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ বলেন, লাইনে জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, 'আমরা ধারণা করছি, সুয়ারেজ লাইন বা কনসিল গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমায় এ বিস্ফোরণ হয়েছে।'
এর আগে ফায়ার সার্ভিস বলেছিল, তাদের প্রাথমিক ধারণা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে।
রোববার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে সায়েন্স ল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটি আংশিক ধসে যায়।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/03/05/img-20230305-wa0000.jpg)
আহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, বিস্ফোরণে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় এক সিএনজি অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন, সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)। একই ঘটনায় আহত ৬ থেকে ৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর। তাদের পাঁচজনকেই ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/03/05/332306923_1066372214318582_1614447882584086685_n.jpg)
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একসঙ্গে কাজ করে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ভবনে একটি এয়ার কন্ডিশনার থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
রমনা বিভাগের ডেপুটি কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল বর্তমানে বিস্ফোরণের উৎস বিশ্লেষণের জন্য ঘটনাস্থলে কাজ করছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/03/05/img-20230305-wa0004.jpg)
এদিকে, মিরপুর রোডে - সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যানবাহন চলাচল সীমিত করা হয়েছে এবং যানবাহন কাটাবন এবং এলিফ্যান্ট রোড দিয়ে ঘুরিয়ে চলাচল করতে বলা হয়েছে।