রমজান উপলক্ষ্যে কাল থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি
আসন্ন রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করবে।
ঢাকার এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে এ খাদ্যপণ্য বিক্রি করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, দুই দফায় বিক্রয় কার্যক্রম শেষ হবে।
পরিবার কার্ড দেখিয়ে ক্রেতারা টিসিবির পরিবেশকদের দোকান ও নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে এসব পণ্য কিনতে পারবেন।
এ সুবিধার আওতায় মানুষ প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুরের ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা দিয়ে কিনতে পারবেন।