ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। অর্থাৎ, এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে ২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরাও।
এছাড়া, এ বছর ইউনিট প্রতি আবেদন ফি ১০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আট অনুষদের ডিন, উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন।
জানা যায়, ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি বাড়ানো হয়েছে 'এ' অর্থাৎ বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা। আগে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ৮.০০ পয়েন্ট লাগতো, কিন্তু এখন লাগবে ৮.২৫। পাশাপাশি এ বছর শিক্ষার্থীকে প্রতি ইউনিটে আবেদনের জন্য গুণতে হবে ৯৫০ টাকা, যা গতবছর ছিল ৮৫০ টাকা।
এছাড়া, সভায় ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
এসব সিদ্ধান্তের বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয় এরপর বিস্তারিত জানানো হবে।"
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গতবছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো— এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।