নির্বাচনের সময় সাংবাদিকদের হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি
নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ড থাকার পরেও নির্বাচনকালীন পুলিশ সাংবাদিকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (১৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের পেশাগত কাজের নীতিমালা প্রণয়ন সম্পর্কিত এ বৈঠকে অংশ নেয় নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যরা।
ভোটের সময় ইন্টারনেটের গতি কমে যাওয়া, পেশাগত কাজের জন্য ইসি'র কার্ড থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কর্তৃক কেন্দ্রে প্রবেশে বাধাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিইসি সাংবাদিকদের পেশাগত কাজ বিনা বাধায় পালনে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, "নির্বাচনের সময় ইসি-অনুমোদিত কার্ড থাকা সত্ত্বেও পুলিশ সাংবাদিকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বর্তমান কমিশন স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। সাংবাদিকরা দায়িত্ব নিয়ে সংবাদ পরিবেশন করলেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে।
ইন্টারনেটের গতির বিষয়ে তিনি বলেন, সরকার যদি স্বচ্ছতায় বিশ্বাস রাখে এবং একটি সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে নির্বাচনের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।