রুশ-বাংলাদেশ সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ: স্বাধীনতা দিবসে পুতিনের বার্তা
রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার আরও উন্নয়ন রাশিয়া ও বাংলাদেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে একীভূত বলে তিনি আস্থাশীল এবং তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
'আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সু-ঐতিহ্যের ওপর ভিত্তি করে দাঁড়ানো,' স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলেন পুতিন।
'স্বাধীনতা দিবসে আমার উষ্ণতম অভিবাদন গ্রহণ করুন,' ওই বার্তায় বলা হয়।
পুতিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও মঙ্গল কামনা করেছেন।