সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের ৩ নেতা বহিস্কার
রাজধানীর পল্লবীতে বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ৩ নেতা হলেন: যুবদলের পল্লবী থানার ৬ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রুপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল খান।
যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এর এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, 'সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন'।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী ও রূপনগর থানা বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা যায়, শুক্রবার বিএনপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের বিশৃঙ্খলা ও মারমুখী আচরণের ঘটনা ঘটেছে। ইফতার অনুষ্ঠানে নেতাকর্মীর সমাগমে সাংবাদিকদের দাঁড়ানোর জায়গা ছিল না। সাংবাদিকরা একপাশে দাঁড়িয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করছিলেন। এরমধ্যে বিএনপির কয়েকজন কর্মী তাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে মারমুখী হয়ে ওঠে, এবং বহিস্কৃতরা সাংবাদিকদের হামলা করে। এতে কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাপার্সন আহত হন।