সরকার ঘোষিত হজ প্যাকেজের খরচের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের
এ বছর সরকার ঘোষিত রেকর্ড উচ্চমূল্যের হজ প্যাকেজ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার এ সংক্রান্ত একটি রিটের শুনানির পর বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সংস্থাগুলোকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মহসীন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
চলতি বছরের সরকার ঘোষিত হজ প্যাকেজের মূল্য কমানোর জন্য হাইকোর্টের নির্দেশনা চেয়ে ১২ মার্চ একটি রিট দায়ের করা হয়।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য প্রত্যেক হজযাত্রীর জন্য ব্যয় প্রায় ৬.৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১.৬ লাখ টাকা বেশি।
হজযাত্রীরা যাতে বিমান ও সৌদি এয়ারলাইনস ছাড়াও অন্যান্য এয়ারলাইনসের টিকিট বুক করতে পারেন, সেজন্যও হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রিটের বিবাদী করা হয়েছে ধর্ম সচিব, বিমান ও পর্যটন সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে।