জেল থেকে মুক্তি পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সোমবার (৩ এপ্রিল) জামিন লাভের পর কারামুক্তি পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস।
জামিনের আদেশনামা ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ছাড়া পান বলে জানা গেছে প্রথম আলোর প্রতিবেদন সূত্রে।
সোমবার দুপুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন শামসুজ্জামান। এসময় ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর।
শামসের আইনজীবী প্রশান্ত কর্মকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পুলিশ তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তিনি জামিনে মুক্ত থাকবেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় করা এক মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
এসময় শামসকে জামিন দেওয়ার আবেদন করেন তার আইনজীবী, অন্যদিকে পুলিশ তাকে কারাগারে পাঠানোর আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে, তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ওইদিনই শামসকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার (৩১ মার্চ) তাকে সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর (১ এপ্রিল) তাকে আবারো কেরানীগঞ্জ কারাগারে আনা হয়।
এর আগে গত বুধবার দিবাগত রাত ১১:১০ এর দিকে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামস, অজ্ঞাত একজন ক্যামেরাম্যানসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক।