‘দোকানের অর্ধেক মালামালও উদ্ধার করতে পারিনি’
বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে স্বাধীন গার্মেন্টস ও ইরা গার্মেন্টস নামে দুটি কাপড়ের দোকান। এর স্বত্বাধিকারী দুই ভাই বিলু ও সেলিম। তারা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে তারা অর্ধেকেরও কম পণ্য উদ্ধার করতে পেরেছেন।
তাদের দুই দোকান মিলে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের পণ্য ছিল।
"আমরা দোকানের এক-তৃতীয়াংশ পণ্যেরও কম উদ্ধার করতে সক্ষম হই", বলেন এক ভাই।
দোকানের কর্মচারী আব্দুল আলিম জানান, সেহরির পর আগুনের সূত্রপাত হয়।
"আমার বাসা নাজিরাবাজারে, সকাল সাড়ে ৬টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি আমি। তবে ফায়ার সার্ভিস প্রথমে এর তীব্রতার দিকে নজর দেয়নি", যোগ করেন তিনি।