অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপের মধ্যে ভাই শাফায়েতকে খুঁজে চলেছেন রফিক
রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। আগুন এরইমধ্যে এনেক্সকো টাওয়ার ও পুলিশ সদর দপ্তরসহ পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে।
আগুন লাগার পরপরই দোকান মালিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের কেউ কেউ দোকান থেকে পণ্যদ্রব্য বের করে আনতে সক্ষম হন।
বঙ্গবাজার দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ডিএম হাবিবের দাবি, আগুনে প্রায় ৩৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ মার্কেটের এক কাপড়ের দোকানের মালিক শাফায়েতের ছোট ভাই মো. রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আগুন লাগার পর থেকেই তার ভাই নিখোঁজ আছেন।
মার্কেটের ২য় তলায় শাফায়েতের মালিকানাধীন হাসান গার্মেন্টস আগুনে পুড়ে গেছে।
"আমার ভাই ঈদ সামনে রেখে রেডিমেড গার্মেন্টস পণ্যে ২ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, এখন তার খোঁজ মিলছে না," বলেন রফিক।