আগুন ছড়িয়েছে আরও ৪ মার্কেটে, পানি আনা হচ্ছে ঢাবির হলের পুকুর থেকে
রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তর, এনেক্সকো টাওয়ার সহ আরও চারটি মার্কেটে।
অনেক দোকান মালিক ও কর্মচারীদের দোকানে থাকা মালামাল বের করে রাখতে দেখা গেছে।
এ মুহূর্তে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে; সহায়তায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব)।
সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের পানি সরবরাহ শেষ হয়ে যাওয়ার পর শহীদুল্লাহ হল থেকে পানি সরবরাহ করা হচ্ছিল। হাতিরঝিল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে এনে ঘটনাস্থলে পানি দেওয়া হয়।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-সংলগ্ন পুকুর থেকে ফায়ার সার্ভিস পানি নিচ্ছে বলে জানা গেছে।