সরকার যেন দ্রুত মার্কেট তৈরি করে দেয়: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী
মোহম্মদ হারুনুর রশিদ ১৯৯১ সাল থেকে ব্যবসা করছেন বঙ্গবাজারে। তিনি বলেন, 'দোকানে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার কাপড় ছিল । আর নিজের তিনটি দোকান ডেকোরেশন, দোকানের পজিশন সব মিলে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে আমার। দোকানে শীতের পোশাক, জ্যাকেট ছিল ; যেগুলো বিদেশে পাঠাই। কিছুক্ষণের ব্যবধানে একেবারে রাস্তার ফকির হয়ে গেছি'।'
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে দেখা যায়, বঙ্গবাজারের গুলিস্তান মার্কেট পুরোটাই আগুনে পুড়ে গেছে।
হারুন বলেন, আমার দুই ভাই ও বোনের স্বামীরও দোকানও পুড়ে গেছে। আমার সবাই বিশাল ক্ষতিগ্রস্ত; যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের মার্কেটে প্রায় ৫ হাজার দোকান। অনেকগুলো পরিবার এ আয়ের উপর নির্ভরশীল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন দ্রুত মার্কেট তৈরি করার জন্য নির্দেশনা দেন।