নিউ মার্কেট অগ্নিকাণ্ড: ঈদে কর্মীদের বোনাস দেওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা
রাজধানীর ঢাকা কলেজ সংলগ্ন নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর দোকানে এখন আর কী কী অবশিষ্ট আছে, তা বাছাই করতে ব্যস্ত ব্যবসায়ীরা। এরইমধ্যে ঈদের আগে কর্মীদের বোনাস কীভাবে দেওয়া হবে- তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।
ফাতেমা প্যান্ট হাউসের আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বৃহস্পতিবার থেকে আমাদের প্রায় দেড় লাখ টাকা বিক্রি হয়েছে। আমার দোকানের কিছু অংশ পুড়েছে। আমরা চাই ঈদের আগে যেন মার্কেট খুলে দেওয়া হয়। মাসিক খরচ মেটানোর ব্যাপার আছে। এছাড়া, এই মাসে বোনাস কীভাবে দেব?"
ব্যবসায়ীদের জোর দাবি, অবশিষ্ট মালামাল নিয়ে ঈদের আগে যেন তাদেরকে কয়েকদিন ব্যবসা করার ব্যবস্থা করে দেওয়া হয়।
শিকদার গার্মেন্টস-এর মোঃ তুষার হোসেন টিবিএসকে বলেন, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার বিক্রি হয়। ২০ রমজান থেকে বিক্রি ভালো হচ্ছিল।
তুষার জানান, "দোকানে আগুন না লাগলেও পানির কারণে প্রায় অর্ধেক মালামালের ক্ষতি হয়েছে। আমরা চাই আমাদের বসার ব্যবস্থা করে দেওয়া হোক।"
আরেক দোকানী মোঃ মহসিন জানান, তার দৈনিক দেড় লাখ টাকার বেশি বিক্রি হয়। আগ্নিকাণ্ডের সময় তার দোকানে ১৫ থেকে ১৬ লাখ টাকার মালামাল ছিল।
তিনি বলেন, "ঈদের আগে বসতে দিলেও দোকানে মাল উঠানোর মতো টাকা নেই। এখনও আমাকে পাঁচটা কিস্তি পরিশোধ করতে হবে।"
"ঈদে প্রায় ৩ লাখ টাকা লাগবে বেতন, বোনাস আর ভাড়া দিতে। এটাই শঙ্কা, ৬ জন কর্মচারীকে কীভাবে টাকা দেব," যোগ করেন তিনি।
রোববার (১৬ এপ্রিল) দুপুরেও বাজার পরিষ্কারে ব্যস্ত ছিল সিটি কর্পোরেশন ও দোকানীরা।
ঈদ সামনে আগামী কয়েকদিন ব্যবসা করার অনুমতি দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানীদের দাবি, তাদেরকে যেন অন্তত ব্যবসায় বসার পুঁজির ব্যবস্থা করে দেওয়া হয়।