বিদ্যুৎহীনতার মধ্যেই স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট
স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট। আগুন লাগার কারণে পুরো মার্কেটে এখন বিদ্যুৎ নেই। ব্যবসায়ীদের দাবি পুড়ে যাওয়া দোকান বাদ দিয়ে অন্য দোকানে যেন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। যাতে তারা দোকান খুলে ঈদের এ সময় বিক্রি করতে পারে।
নিউ সুপার মার্কেট বণিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মারুফ হোসেন বলেন, "নিজস্ব ব্যবস্থাপনায় আজকে (গতকাল) নিচতলার কিছু দোকান খুলেছে। আমরা ফায়ার সার্ভিসের কাছে আবেদন করেছি তারা যেন সুপারিশ করে যে দোকানগুলো পুড়েছে সেগুলো বাদ দিয়ে অন্য দোকানে বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়। এ সুপারিশ পেলে আমরা বিদ্যুৎ সংযোগ পাবো আশা করি।"
সোমবার দেখা যায়, নিউ সুপার মার্কেটের পুড়ে যাওয়া দোকানের মালামাল সরানোর পাশাপাশি খুলেছে নিচতলার কিছু দোকান । যে দোকানগুলো পোড়েনি সেগুলো খুলছে। তবে বিদ্যুৎ না থাকায় সেখানে ক্রেতারা আসছে না।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, নিউ সুপার মার্কেটে ১৩০০ দোকানের মধ্যে প্রায় ২৪৩টি পুড়ে গেছে। এ মার্কেটের তৃতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানায় থাকা নিউ সুপার মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ মারুফ হোসেন। তিনি বলেন, "সিটি করপোরেশনকে আমরা তালিকা দিব। সরকার যেন ক্ষতিগ্রস্তদের সাহায্য বা অনুদান দেন। আনুমানিক ১০০ থেকে ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।"
এদিকে মার্কেট ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে 'বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঘোষিত ২ কোটি টাকার চেক হস্তান্তর' অনুষ্ঠানে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আমাদেরকে দীর্ঘমেয়াদী কার্যক্রমে যেতে হবে। শুধু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা নয়, ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত তা যেন আর ব্যবহৃত না হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই পূর্ণ কার্যক্রম এর আগে নেওয়া হয়নি। কিন্তু এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কার্যক্রম হাতে নিয়েছে। আমরা স্থায়ী কমিটি গঠন করেছি। তারা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে খতিয়ে দেখবে। নির্মাণ কাঠামোগতভাবে ঝুঁকি, অগ্নি নির্বাপন সংক্রান্ত ঝুঁকি-এসব বিষয় তারা খতিয়ে দেখবে।"
গত শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা কলেজ সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিটের প্রচেষ্টায় প্রায় ২৭ ঘণ্টা পর এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।