বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে চালু হলো ফাস্ট ট্র্যাক টোল পদ্ধতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে টোল আদায় শুরু হয়েছে। সয়ংক্রিয় এই পদ্ধতিতে টোল আদায় শুরু হওয়ায় যানবাহনগুলোকে এখন আর টোল প্লাজায় আটকে থাকতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মোবাইল ব্যাংকিং সেবা উপায় অ্যাপের মাধ্যমে ১০ শতাংশ ছাড়ে এই সুবিধা নিয়ে দ্রুত টোল প্লাজা অতিক্রম করা যাবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে এই মহাসড়কের ধলেশ্বরী সেতু এবং ভাঙ্গা টোল প্লাজার একটি করে লেইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিচ্ছে যানবাহন। উপায় অ্যাপের মাধ্যমে টোল কেটে রাখা হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিবন্ধিত সব যানবাহনের তথ্য ফাস্ট ট্র্যাকের সিস্টেমে রাখা আছে। ফাস্ট ট্র্যাকের জন্য নির্ধারিত লেইনে সেন্সর বসানো হয়েছে। একটি গাড়ি যখন যাবে, তখন সেন্সর গাড়ির ডিজিটাল নম্বর প্লেট অনুযায়ী সেটি কী ধরনের যানবাহন, তা শনাক্ত করবে। সে অনুযায়ী নির্ধারিত টোলের টাকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে কেটে নেওয়া হবে বলে জানায় সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তর।
এছাড়া, গাড়ির উইনশিল্ডে আরএফআইডি কার্ড লাগানো থাকলে সেটি শনাক্ত করেঅ টোল কেটে নেওয়া হয়। এজন্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থা উপায়-এ পর্যাপ্ত টাকা থাকতে হবে। মোবাইল অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে টোল প্লাজার ব্যারিয়ার উঠবে না।