ঈদের পর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ব্যাংক
ঈদের ছুটির পর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বলে নতুন এক নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ঈদের পরে ব্যাংকিং লেনদেন নিয়ে মানুষের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই গভর্নরের নির্দেশনার আলোকে ঈদ পরবর্তী সময়ে ব্যাংকিং লেনদেনের বিষয়ে একটি স্পষ্ট মেসেজ দেওয়ার হয়েছে।
"ঈদ পরবর্তী সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত," বলেন তিনি।
রমজানে এখন ব্যাংকে লেনদেন চলছে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম চলছে বিকাল ৪টা পর্যন্ত।
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) ব্যাংক বন্ধ থাকবে।
তবে কিছু এলাকায় ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ এপ্রিল, ২০২৩ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ এপ্রিল, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকসমূহের শাখা/উপশাখা বন্ধ থাকবে।'
তবে ঈদের আগে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে রপ্তানি বিল বিক্রয় এবং বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সীমিত সংখ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে কয়েকটি ব্যাংককে ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে।