আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
আগামী ৭২ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ (সোমবার, ২৪ এপ্রিল) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
এছাড়া, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে ঈদ-উল-ফিতরের একদিন আগে শুক্রবার (২১ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হওয়ায় গরমের ভোগান্তি কিছুটা কমে এসেছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ সন্দ্বীপে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া, রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ২৯ মিনিটে।