শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে রওনা হওয়ার সময় এ লাউঞ্জের উদ্বোধন করেন তিনি।
নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সময় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, তিন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
আগামী ৯ মে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।