দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে সম্মত হয়েছে জাপান, বাংলাদেশ: জাপানি প্রধানমন্ত্রী
বিভিন্ন খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে আজ বুধবার (২৬ এপ্রিল) জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক পরবর্তী প্রেস বিবৃতিতে তিনি বলেন, আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক 'কৌশলগত অংশীদারত্বে' উন্নীত করেছি। আগামীতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে'।
কিশিদা বলেন, বর্তমান বিশ্ব এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। আজকের বৈঠকে তারা (ফুমিও কিশিদা-শেখ হাসিনা) 'কৌশলগত অংশীদার' হিসেবে আইনের শাসনের ভিত্তিতে অবাধ ও উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার করেছেন।
'অর্থনৈতিক ক্ষেত্রে আমরা জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে যৌথ সমীক্ষা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছি'।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করা বাংলাদেশ একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। আমাদের প্রত্যাশা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
রোহিঙ্গা ইস্যুতে ফুমিও কিশিদা বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে। জাপান এই বিষয়ে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।