প্রথমবারের মতো বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭-তে বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিমান এভিয়েশনের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার ঢাকা-সিলেট-লন্ডন রুটের ফ্লাইটে মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
মঙ্গোলিয়ান স্টেট এয়ারলাইন্সের ১২ জন পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রথম ব্যাচে তিনজন প্রশিক্ষণ নিচ্ছেন। এ প্রশিক্ষণের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সই প্রথমবারের মতো অত্যাধুনিক ড্রিমলাইনারে বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে বিমানবন্দরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
শফিউল আজিম বলেন, বিশ্বব্যাপী প্রশংসনীয় ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ডের কারণে বিদেশি এয়ারলাইন্সের আস্থা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তার স্ট্যান্ডার্ড এবং মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা থাকায় বিদেশি এয়ারলাইন্সগুলো এখানে ফ্লাইট প্রশিক্ষণ নিতে আগ্রহী হচ্ছে।
আগামীতে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শফিউল আজিম।