নদীতে প্লাস্টিকের আর্বজনা: সুন্দরবনে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/05/06/tourists_in_sundarban.jpg)
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। শনিবার (৬ মে) সকাল থেকে মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবন প্রবেশ বন্ধ করে বনবিভাগ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রলারে ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও পর্যটকেরা সুন্দরবনে ট্রলারে খাওয়া-দাওয়ার পর প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের অন্যান্য বস্তু, ওয়ান-টাইম খাবার পাত্রসহ নানা অপদ্রব্য নদীতে ফেলে পরিবেশ নষ্ট করছেন।
এ কারণে বিষয়টি আমলে নিয়ে শনিবার থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সুন্দরবনের কলাগাছিয়া ট্যুরিজম এলাকাসহ আশপাশে নদীতে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ফেলার কারণে সুন্দরবনে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
'পর্যটক ট্রলার মালিক সমিতির সদস্যদের বলা হয়েছে, যতক্ষণ তারা এগুলো পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যটক প্রবেশ বন্ধ থাকবে। তারা পরিষ্কার করবেন বলে আশ্বস্ত করেছেন,' বলেন নুরুল ইসলাম।
তিনি জানান, পরিষ্কার করার পর বাস্তবচিত্র দেখে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হবে।